মিয়ানমারকে সতর্ক করেছে বাংলাদেশ
মিয়ানমারকে লিখিতভাবে সতর্ক করেছে বাংলাদেশ। রবিবার (৪ সেপ্টেম্বর) সকালে দেশটির রাষ্ট্রদূতকে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় তলব করে এ সতর্ক করে দেওয়া হয়।
এ সময় লিখিত বক্তব্যে পররাষ্ট্রমন্ত্রণালয় জানিয়ে দেয়, এভাবে চলতে পারে না, এসব ঘটনার দায় মিয়ানমারকেই নিতে হবে।
বারবার সীমানা লঙ্ঘন করার ঘটনার পুনরাবৃত্তি না করার ব্যাপারেও সতর্ক করেছে বাংলাদেশ। বাংলাদেশ সীমান্তে পড়া মর্টার শেল ও গোলাগুলো আরাকান আর্মির নাকি মিয়ানমার সেনাবাহিনীর সেই বিষয়েও জানতে চেয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
মিয়ানমারের রাষ্ট্রদূত জানিয়েছেন, সেনাবাহিনীর মতো একই রকম মর্টার শেল একটি সন্ত্রাসী গোষ্ঠী ব্যবহার করে। মিয়ানমারের রাষ্ট্রদূত কোনো জবাব না দিলেও মিয়ানমারকে বিষয়টি জানাবেন বলে জানিয়েছেন।
তিন সদস্যের প্রতিনিধিদলটি বেলা ১২টার কিছু পরে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মা থেকে বের হন।