প্রধান খবরসারাদেশ

রংপুরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৭, আহত ৪০

রংপুরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেছে ৭ জনের। এ ঘটনায় গুরুতর আহত ১০ জনসহ আরও অন্তত ৪০ জনকে রংপুর মেডিকেলে ভর্তি করা হয়েছে।

সোমবার (৪ সেপ্টেম্বর) গভীর রাতে রংপুর-দিনাজপুর মহাসড়কের রংপুরের তারাগঞ্জ উপজেলার হাজিপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। 

তীব্র বৃষ্টির কারণে সড়ক স্পষ্টভাবে দেখা না যাওয়ায় জোয়ানা ও ইসলাম পরিবহনের দুটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ৭ জন যাত্রীর মৃত্যু হয়। আহত হন ৪০ জন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট, পুলিশ ও স্থানীয় জনগণ উদ্ধার তৎপরতা চালিয়ে আহতদের রংপুর মেডিকেলে ভর্তি করে। এদের মধ্যে ১০ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক। 

পুলিশ জানান, নিহতদের পরিচয় এখনও জানা যায়নি। মরদেহ স্থানীয় বালাপাড়া হাইওয়ে পুলিশ ফাড়িতে রাখা হয়েছে বলেও জানান তিনি।

রংপর মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছেন, এক সাথে এতো আহত রোগীদের চিকিৎসা দিতে হিমসিম খেতে হচ্ছে তাদের। আহতরা নিউরোসার্জারী, সার্জারী বিভাগে চিকিৎসা দেয়া হচ্ছে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশংকা করছেন চিকিৎসকরা।

এই বিভাগের অন্য খবর

Back to top button