দুর্ঘটনাসারাদেশ

রংপুরে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা: নিহত বেড়ে ১০

রংপুরের তারাগঞ্জে দুই বাসের সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ১০ জনে দাঁড়িয়েছে। এর মধ্যে ৫ জন ঘটনাস্থলে এবং ৫ জন রংপুর মেডিক্যাল কলেজ (রমেক) হাসপাতালে চিকিৎসাধীন মারা গেছেন। এতে আহত হয়েছেন আরও ৭০ জন।

পুলিশ জানান, ‘রবিবার (৪ আগস্ট) রাত ১টায় রংপুর-দিনাজপুর মহাসড়কের তারাগঞ্জের খারুভাজ সেতুর কাছে দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই বাসের হেলপারসহ ৫ জন নিহত হন। দুর্ঘটনায় আহতদের হাসপাতালে নিলে আরও ৫ জনের মৃত্যু হয়।’

এদিকে, ৭০ জন আহতের মধ্যে বেস কয়েকজন চিকিৎসা নিয়ে ফিরে গেছেন। এখনো ভর্তি আছেন ৬০ জন। এদের মধ্যে নারী রয়েছেন এবং অধিকাংশই আশঙ্কাজনক অবস্থায় আছেন বলে জানিয়েছেন চিকিৎসক।

আহতদের মধ্যে ৫ জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের ঢাকা পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে বলেও জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

স্থানীয়রা জানান, রাত থেকে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে ওই এলাকায়। বৃষ্টির মধ্যেই রাত সোয়া ১২টার দিকে রংপুর-দিনাজপুর মহাসড়কের খারুভাজ সেতুর কাছে যাত্রীবাহী জোয়ানা পরিবহনের সঙ্গে ইসলাম পরিবহনের একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। খবর পেয়ে পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয়রা বৃষ্টিতে ভিজে উদ্ধারকাজ পরিচালনা করেছেন। নিহত ও আহতদের সঠিক নাম ঠিকানা পাওয়া যায়নি। সূত্র: ইত্তেফাক

এই বিভাগের অন্য খবর

Back to top button