ক্রিকেটখেলাধুলা

হাসপাতালে রিজওয়ান, বাকি ম্যাচে মাঠে নামা নিয়ে আশঙ্কা

পাকিস্তানের অন্যতম তারকা মহম্মদ রিজওয়ান দলকে জিতিয়েই সোজা হাসপাতালে চলে গিয়েছেন। পাক দলের জয়ের স্থপতি তিনিই। ওপেন করে যিনি ৭১ রান করে দলের জয়কে সুনিশ্চিত করেছেন।

রিজওয়ান তারপরে হার্দিক পান্ডিয়ার বলে আউট হয়ে গেলেও আসল কাজ সেরে গিয়েছিলেন। ভারতীয় দলের ব্যাটিং ইনিংসের সময়ই ফিল্ডিং করতে গিয়ে পায়ে চোট পান, তারপর থেকেই অস্বস্তি বোধ করছিলেন।

পাক বোর্ড মারফৎ জানানো হয়, রিজওয়ানের চোট ভালই লেগেছে। স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাঁকে ভর্তিও নিয়ে নেওয়া হয়েছে। এদিনই তাঁর পায়ে এমআইআর করে দেখা হবে। চোট মারাত্মক হলে ধরেই নেওয়া যায়, তাঁর এশিয়া কাপ অভিযান শেষ।

রবিবার রাতে রিজওয়ানের ৭১ রানের সৌজন্যে তিনি বিরাট কোহলিকেও টপকে গিয়েছেন। কোহলি প্রথম ৪৮টি টি ২০ ম্যাচে করেছিলেন ১৮৫২ রান। রিজওয়ানের রান হল ১৮৫৫। বাবর আজম অবশ্য এগিয়ে রয়েছেন, তিনি সমসংখ্যক ম্যাচ খেলে করেছেন ১৯১৬ রান।

এই বিভাগের অন্য খবর

Back to top button