জাতীয় বিশ্ববিদ্যালয়প্রধান খবর

জাতীয় বিশ্ববিদ্যালয় র‍্যাংকিংয়ে ৩য় সরকারি আ. হক কলেজ

কলেজ র‌্যাংকিং ২০১৮-এর ফল প্রকাশ ও সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়সভা অনুষ্ঠিত হয়েছে। কলেজ র‌্যাংকিং এ জাতীয় পর্যায়ে প্রথম পাঁচটি কলেজ সেরা হিসেবে নির্বাচিত হয়েছে। এরমধ্যে তৃতীয় অবস্থানে রয়েছে সরকারি আজিজুল হক কলেজ, বগুড়া

মঙ্গলবার দুপুরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের হলরুমে এ ফল প্রকাশ ও
মতবিনিময়সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. মশিউর রহমান।
বক্তব্য রাখেন প্রোভাইস চ্যান্সেলর প্রফেসর ড. নিজামউদ্দিন আহমেদ, ট্রেজারার আবদুস সালাম হাওলাদার, প্রফেসর ড. নাসিরউদ্দিন।

কলেজ র‌্যাংকিং এ জাতীয় পর্যায়ে প্রথম পাঁচটি কলেজ সেরা হিসেবে নির্বাচিত হয়। কলেজগুলো হলো— রাজশাহী কলেজ, রাজশাহী; সরকারি অ্যাডওয়াড কলেজ, পাবনা; সরকারি আজিজুল হক কলেজ, বগুড়া; আনন্দ মোহন কলেজ, ময়মনসিংহ এবং কারমাইকেল কলেজ, রংপুর।

জাতীয় পর্যায়ে সেরা মহিলা কলেজ হলো লালমাটিয়া মহিলা কলেজ, ঢাকা। এ ছাড়া জাতীয় পর্যায়ে সেরা সরকারি কলেজ হলো রাজশাহী কলেজ এবং বেসরকারি সেরা ঢাকা কমার্স কলেজ।

এসএ

এই বিভাগের অন্য খবর

Back to top button