বেশ লম্বা সময় ধরে সেঞ্চুরির খরায় ভুগছিল বিরাট কোহলি। অবশেষে কেটে গেল সেই খরা। ছিনিয়ে নিলেন সেঞ্চুরি। তার শতকের ওপর ভর করে এশিয়া কাপে আফগানিস্তানের বিপক্ষে নিয়মরক্ষার ম্যাচে ২১২ রানের পাহাড় গড়ল ভারত। বিরাট কোহলি সর্বশেষ সেঞ্চুরি পেয়েছিল ২০১৯ সালের ২৩ নভেম্বর। প্রায় তিন বছর পর ৮ সেপ্টম্বর কাঙ্ক্ষিত শত রানের দেখা মিলল ক্রিকেট দুনিয়ের এক অন্যতম সুপার স্টারের ব্যাটে।