সারাদেশ
জুম্মার নামাজ পড়তে মসজিদে যাওয়ার সময় গুলি করে হত্যা

পাবনা সদর উপজেলার হেমায়েতপুর ইউনিয়নের চর বাঙ্গাবাড়িয়া গ্রামে ছায়দার রহমান নামে এক ব্যক্তিকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।
নিহত ছায়দার রহমানের বাড়ি হেমায়েতপুরের কাবলীপাড়া এলাকার।
জানা গেছে, শুক্রবার (৯ সেপ্টেম্বর) জুম্মার নামাজ পড়তে চর বাঙ্গাবাড়িয়া মসজিদে যাচ্ছিলেন ছায়দার মালিথ। তিনি মসজিদে পৌঁছানোর কিছুক্ষণ আগে কয়েকজন যুবক মোটরসাইকেলযোগে এসে তাকে গুলি করে মৃত্যু নিশ্চিত করে পালিয়ে যায়।
খবর পেয়ে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে। পুলিশের ধারণা, পূর্ববিরোধের জেরে এ ঘটনা ঘটতে পারে।