গাবতলী উপজেলাপ্রধান খবর

বগুড়ায় ইউপি সদস্যকে ছুরিকাঘাত

বগুড়ার গাবতলীতে নুরুল ইসলাম উজ্জ্বল (৩৬) নামের এক ইউপি সদস্য ছুড়িকাঘাতে আহত হয়েছেন। এ ঘটনায় উত্তেজিত জনতা ১টি দোকান ভাঙচুর করেছে।

গুরুতর আহত উজ্জ্বল মেম্বার এখন বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজে ভর্তি রয়েছেন। তিনি গাবতলীর সুখানপুকুর ইউনিয়ন আ.লীগের যুগ্ম সাধারণ সম্পাদক, সুখানপুকুর ইউনিয়নের ৮নং ইউপি সদস্য উপজেলার আমতলীপাড়া গ্রামের মকবুল হোসেনের ছেলে নুরুল ইসলাম উজ্জ্বল।

শনিবার সন্ধ্যারাতে উপজেলার সুখানপুকুর ইউনিয়নের সুখানপুকুর বন্দরে এই ঘটনা ঘটে।

জানা গেছে, শনিবার সন্ধ্যারাতে সুখানপুকুর বন্দরে গেলে শত্রুতার জেরে একই গ্রামের আব্দুল খালেকের ছেলে পারভেজ ছুড়িকাঘাত করে।

এদিকে উজ্জ্বল মেম্বারকে ছুড়িকাঘাত করার ঘটনায় তার কর্মী-সমর্থকরা ক্ষোভে ফেটে পড়ে। এক পর্যায়ে তারা হামলাকারী পারভেজের বড়ভাই ফারুক হোসেনের সুখানপুকুর বন্দরে থাকা একটি দোকান ভাঙচুর করে এবং ফারুককে মারপিট করে বলে জানা গেছে।

এ ব্যাপারে গাবতলী মডেল থানার ওসি সনাতন চন্দ্র সরকার বলেন, উত্তেজনাকর পরিস্থিতি সামাল দিতে সুখানপুকুর বন্দরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

এসএ

এই বিভাগের অন্য খবর

Back to top button