প্রধান খবরশাজাহানপুর উপজেলা

বগুড়ায় ছুরিকাঘাতে জহুরুল হত্যাকাণ্ড: গ্রেফতার ৩

বগুড়ার ফুলতলার চককান পাড়ায় জহুরুল(৪৩) হত্যাকাণ্ডের ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার নিহতের পরিবার রাব্বী মিয়া(২০) কে প্রধান আসামী করে দশজনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। মামলার প্রেক্ষিতে পুলিশ ২, ৩ ও ৫ নং আসামিকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃতরা হলেন- বগুড়ার শাজাহানপুর উপজেলার চককানপাড়া এলাকার মৃত আবুল হোসেনের ছেলে আঃ সালাম সেলিম( ৪৩), একই এলাকার মৃত আফতাব শেখের ছেলে হারুন প্রাং(৫০) এবং মোঃ আঃ সেলিমের ছেলে সাদিক (২০)।

এর আগে, শুক্রবার রাত সাড়ে ১২ টার দিকে ফুলতলার নাজ গার্ডেনের পেছনে চককান পাড়ায় গাড়ীর ইন্টিকার্টার ভাঙাকে কেন্দ্র করে জহুরুলকে ছুরিকাঘাত করেন দুর্বিত্তরা। তাকে উদ্ধার করে শজিমেক হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত্য ঘোষণা করে।

শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন জানান, মামলার ভিত্তিতে জহুরুল হত্যাকাণ্ডে তিন আসামীকে গ্রেফতার করা হয়েছে। বাকিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

এসএ

এই বিভাগের অন্য খবর

Back to top button