সারাদেশ
সড়ক দুর্ঘটনায় অন্তঃসত্ত্বা স্ত্রী ও স্বামী নিহত

চাঁদপুরের কচুয়া উপজেলায় আট মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে ডাক্তার দেখিয়ে বাড়ি ফিরছিলেন স্বামী। এ সময় তাদের বহনকারী সিএনজিকে একটি ট্রাক চাপা দিলে ঘটনাস্থলেই স্বামী-স্ত্রী নিহত হয়েছেন।
শনিবার (১০ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার কচুয়া-গৌরিপুর সড়কের সাচারের হাটমুড়া মসজিদ সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত সাবিকুন্নাহার (২৪) ও ওয়াজউদ্দিন (৩০) উপজেলার বারৈয়ারা মোল্লা বাড়ির বাসিন্দা। তারা সম্পর্কে স্বামী-স্ত্রী হন।
পুলিশ জানাম, ঘটনাস্থল থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়েছে। তবে দুর্ঘটনার পর ট্রাক ফেলে চালক পালিয়ে গেছে। গাড়িটি জব্দ করা হয়েছ। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।