জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ফজলে রাব্বীর মৃত্যুতে শূন্য হওয়া গাইবান্ধা-৫ আসনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন মাহমুদ হাসান রিপন।
শনিবার (১০ সেপ্টেম্বর) দলীয় মনোনয়ন বোর্ড সভার বৈঠকে রিপনকে এই মনোনয়ন দেওয়া হয়।
দল থেকে মনোনয়ন পাওয়ায় ওই আসনের উপ-নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন রিপন।
আগামী ২০ অক্টোবরের মধ্যে ওই আসনের উপ-নির্বাচন সম্পন্ন করার সাংবিধানিক বাধ্যবাধকতা রয়েছে।