আইন ও অপরাধবিনোদন

‘বেলা বোস’ নিয়ে অঞ্জন দত্ত’র বিরুদ্ধে মামলা

‘বেলা বোস তুমি শুনতে পাচ্ছো কি?… দশ বারো বার রং নম্বর পেরিয়ে তোমায় পেয়েছি…।’ অঞ্জন দত্তের সেই গান আজকের স্মার্টফোন যুগেও যুবসমাজের বুকের রক্তে দোলা দেয়। আজও স্মৃতিতে উজ্জ্বল সেই নিরুচ্চারিত প্রত্যাখ্যান কোন এক নীরব নারীর। বেকারত্বের অন্ধকারে তলিয়ে যেতে থাকা এক যুবকের করুণ আর্তি। ভেসে যেতে যেতে খড়কুটোর মতো আঁকড়ে ধরতে চাওয়া সেই তরুণ প্রাণ।

একচিলতে আলোর মতো নতুন চাকরি। ২০২১ সালের নিজের বিখ্যাত গান ‘বেলা বোস’ নিয়ে সিনেমা নির্মাণের ঘোষণা দেন কলকাতার নন্দিত পরিচালক ও গায়ক অঞ্জন দত্ত। সিনেমাটির প্রযোজক হিসেবে রানা সরকারের কাছ থেকে অগ্রিম অর্থ নিয়ে চুক্তিবদ্ধও হন তিনি। কিন্তু এবার এই সিনেমা নিয়ে আইনী জটিলতা তৈরি হলো।

অঞ্জন দত্ত ও তার পুত্র নীল দত্তের বিরুদ্ধে মামলা করেছেন প্রযোজক। ক্ষতিপূরণ হিসেবে বাবা ও ছেলের কাছ থেকে ৫৭ লাখ রুপী দাবি করেছেন তিনি। প্রযোজক রানা সরকারের দাবি তার সঙ্গে চুক্তি ভঙ্গ করে অঞ্জন দত্ত অন্য প্রযোজকের সঙ্গে সিনেমাটি করছেন। সেই খবর পাওয়া মাত্রই তিনি আদালতের শরণাপন্ন হয়েছেন।

এই বিভাগের অন্য খবর

Back to top button