সারাদেশ
রাজশাহীতে নৌকা ডুবে ৪ জন নিখোঁজ

রাজশাহীর তালাইমারীতে মাঝ নদীতে নৌকাডুবির ঘটনায় ৪ জন নিখোঁজ হয়েছেন। নৌকার বেশ কয়েকজন যাত্রী সাঁতরে উঠতে পারলেও এখন পর্যন্ত ৪ জন নিখোঁজ রয়েছেন।
রবিবার (১১ সেপ্টেম্বর) উপজেলার বিজয় নগর শাহপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
জানা যায়, প্রায় ৩০ জন যাত্রী নিয়ে একটি নৌকা শহরের দিক থেকে যাচ্ছিলো। নদীতে বেশ স্রোত থাকায় নৌকাটি মাঝ নদীতে ডুবে যায়। এ সময় সবাই সাঁতরে উঠে আসতে পারলেও ৪ জন ফিরে আসেননি।
রাজশাহী ফায়ার সার্ভিসের সিনিয়র এক কর্মকর্তা জানান, খবর পেয়েই ফায়ারসার্ভিস কর্মীরা গিয়ে উদ্ধার কাজ শুরু করে। সিনিয়র অফিসাররাও ঘটনাস্থলে রয়েছেন।