ক্রিকেটখেলাধুলা

টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের দল ঘোষণা, ফিরেছেন বুমরাহ

অক্টোবর-নভেম্বরে অস্ট্রেলিয়ায় টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে দল ঘোষণা করেছে ভারত। চোটের কারণে এশিয়া কাপ মিস করা তারকা পেসার জাসপ্রিত বুমরাহ ফিরেছেন বিশ্বকাপে। 

সোমবার বিকালে বিশ্বকাপের দল দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। একই সঙ্গে ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের দলও ঘোষণা করেছে সৌরভ গাঙ্গুলীর নিয়ন্ত্রণাধীন ক্রিকেট বোর্ড।

ভারতের বিশ্বকাপ দল: রোহিত শর্মা (অধিনায়ক), লোকেশ রাহুল (সহ-অধিনায়ক), বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, দীপক হুদা, ঋষভ পন্ত (উইকেটরক্ষক), দিনেশ কার্তিক (উইকেটরক্ষক), হার্দিক পান্ডিয়া, রবিচন্দ্রন অশ্বিন, যুজবেন্দ্র চাহাল, অক্ষর প্যাটেল, জাসপ্রিত বুমরাহ, ভুবনেশ্বর কুমার, হার্শাল প্যাটেল ও আর্শদীপ সিং। 

স্ট্যান্ড বাই: মোহাম্মদ শামি, শ্রেয়াস আইয়ার, রবি বিষ্ণয়, দীপক চাহার।

এই বিভাগের অন্য খবর

Back to top button