আমি বিয়ের দিনই মা হতে চাই: রাখি সাওয়ান্ত

বলিউডের আলোচিত নাম রাখি সাওয়ান্ত। কিছুদিন পরপর বিতর্কিত কাজ কিংবা মন্তব্যে লাইমলাইটে আসাটা তার রুটিনে পরিণত হয়েছে।
কয়েক দিন আগেই রিতেশের সঙ্গে বিয়ে বিচ্ছেদের পর আদিল খানের সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন তিনি। বর্তমানে অভিনয় থেকে দূরে থাকলেও প্রেমিক আদিল খানের সঙ্গে বিভিন্ন সময় ফ্রেমবন্দি হন রাখি।
দুজনে মিলে টিকটক ভিডিও করেন, ভক্তদের সঙ্গে শেয়ার করেন নিজেদের আপডেট। তবে এবার আদিলের সঙ্গে এক সাক্ষাৎকারে সন্তানসম্ভবা আলিয়াকে নিয়েই মজা করে মন্তব্য করলেন রাখি।
রাখি বলেন, ‘আলিয়া বিয়ের দুই দিনের মাথায় মা হওয়ার কথা সবাইকে জানান। আমি তো চাই বিয়ের দিনই মা হয়ে যাই। আমার পেট যেন তখনই সবার নজরে আসে।’
এর আগে অবশ্য বিয়ে করবেন না বলেও জানিয়েছিলেন এই অভিনেত্রী। বর্তমানে প্রেমিককে নিয়ে নিজের সুখের মুহূর্ত পার করছেন তিনি। ঘুড়ে বেড়াচ্ছেন, ছুটি কাটাচ্ছেন।
প্রসঙ্গত, ‘বিগ বস ১৪’র ঘরে হাজির হন রাখি সাওয়ান্ত। বিগ বসের ঘরে হাজির হয়ে একের পর এক আলোচনার জন্ম দিয়ে শিরোনামে এসেছেন টেলিভিশনের ড্রামা কুইন। সেখানে অভিনব শুক্ল এলং রুবিনা দিলায়েকের সঙ্গে বন্ধুত্বের মাঝেই ফের রাখিকে নিয়ে সরগরম হয়ে ওঠে পেজ থ্রির পাতা।
সূত্র : নিউজ ১৮