পরিবহন

সিলেটে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট চলছে

‘ট্রাফিক পুলিশের হয়রানি’ বন্ধসহ ৫ দফা দাবিতে সিলেটে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট চলছে।

মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) ভোর থেকেই শুরু হয়েছে পূর্বঘোষিত এই ধর্মঘট। 

এর আগে গতকাল সোমবার (১২ সেপ্টেম্বর) সিলেট জেলার পরিবহন শ্রমিক নেতারা ধর্মঘটের ঘোষণা দিয়েছিলেন। সিলেটের ৬টি রেজিস্ট্রার্ড শ্রমিক সংগঠনের সমন্বয়ে গঠিত সিলেট জেলা সড়ক পরিবহন শ্রমিক পরিষদের সভায় এ সিদ্ধান্ত হয়।

জেলা বাস-মিনিবাস-কোচ-মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের যুগ্ম সাধারণ সম্পাদক আলী আকবর রাজন জানান, সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার ও উপ-কমিশনারের অপসারণ, ট্রাফিক পুলিশের হয়রানি-রেকার বাণিজ্যসহ মাত্রাতিরিক্ত জরিমানা বন্ধ, শ্রম আদালতের প্রতিনিধি নাজমুল আলম রোমেনকে প্রত্যাহার, আলোকে পাথর কোয়ারি খুলে দেয়া, ভাঙাচোরা রাস্তা দ্রুত সংস্কার, নতুন সিএনজি চালিত অটোরিকশা বিক্রি বন্ধ এবং অটো বাইক, ব্যাটারি চালিত রিকশা ও ডাম্পিংকৃত গাড়ি চলাচল বন্ধ রাখার দাবি জানিয়েছেন পরিবহন শ্রমিকরা। দাবি আদায় না হওয়া পর্যন্ত ধর্মঘট অব্যাহত থাকবে বলে জানান তিনি।

এই বিভাগের অন্য খবর

Back to top button