প্রধান খবরশিবগঞ্জ উপজেলা

বগুড়ায় ৬ষ্ঠ শ্রেণীর ছাত্রের আত্মহত্যা

বগুড়ার শিবগঞ্জে মেহেদী হাসান (১৩) এক ছাত্র গলায় রশ্নি দিয়ে আত্নহত্যা করেছে।

নিহত মেহেদী হাসান (১৩) নাটমরিচাই গ্রামের আব্দুর রহিম এর ছেলে ও মোলামগাড়ী উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির ছাত্র।

মঙ্গলবার সকাল ৯টার দিকে উপজেলার বিহার ইউনিয়নের নাটমরিচাই গ্রামে এ গটনা ঘটে।

জানা যায়, বাবার পুরাতন ফোনে বড় ছেলে মেহেদী হাসান ও ছোট ছেলে মইনুর হাসান(৭) গেম খেলতো। প্রতিদিনের ন্যায় গত ১২ সেপ্টেম্বর রাতে মোবাইলে গেম খেলা নিয়ে মনোমানিল্যতা সৃষ্টি হয়। সকালে পরিবারের সকলের অজান্তে বাড়ির পার্শ্বে পরিত্যক্ত মুরগির ফার্মের ভিতরে সে গলায় রশি দিয়ে আত্মহত্যা করে।

পরিবারের লোকজন বিষয়টি জানতে পেরে তাকে উদ্ধার করে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষনা করেন। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল থেকে মৃত দেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

শিবগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) হাসমত উল্লাহ বলেন, খবর পেয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহ ময়না তদন্তের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এসএ

এই বিভাগের অন্য খবর

Back to top button