ক্রিকেটখেলাধুলা

আবারও র‍্যাঙ্কিংয়ে শীর্ষে ফিরলেন সাকিব আল হাসান

আইসিসির টি-টোয়েন্টি অলরাউন্ডারদের র‍্যাঙ্কিংয়ে শীর্ষে ফিরলেন বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান। প্রায় এক বছর পর শীর্ষে ফেরেন তিনি।  আজ বুধবার আইসিসি হালনাগাদ র‍্যাঙ্কিং প্রকাশ করে।

আইসিসি ডটকমের খবরে জানা গেছে, সাকিবের বর্তমান রেটিং পয়েন্ট ২৪৮।

সম্প্রতি এশিয়া কাপে সাফল্য না পাওয়ায় ছয় পয়েন্ট হারান অফগান অধিনায়ক। তাই শীর্ষস্থান ধরে রাখতে পারেননি। তাঁর বর্তমান রেটিং পয়েন্ট ২৪৬।

ওয়ানডের অলরাউন্ডারদের র‍্যাঙ্কিংয়ে দীর্ঘদিন ধরে এক নম্বরে আছেন সাকিব। সেখানে তাঁর রেটিং পয়েন্ট ৩৭২। এছাড়া টেস্টে ৩২৮ রেটিং নিয়ে সাকিবের অবস্থান চতুর্থ। টেস্ট ফরম্যাটে শীর্ষে রয়েছেন রবিন্দ্র জাদেজা (৩৮৪)।  বেন স্টোকস (৩৬২) দ্বিতীয় এবং রবিচন্দ্রন অশ্বিন (৩৩৫) তৃতীয় স্থানে।

এই বিভাগের অন্য খবর

Back to top button