প্রধান খবরবগুড়া জেলা

বগুড়ায় ৪ কোচিং সেন্টার সিলগালাসহ জরিমানা

সরকারি নির্দেশনা অমান্য করে পাঠদান চালু রাখায় চার কোচিং সেন্টারকে সিলগালা করে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার বিকালে শহরের জলেশ্বরীতলা ও সেউজগাড়ী এলাকায় অভিযানে চালানো হয়।

চার প্রতিষ্ঠান হলো- জলেশ্বরীতলা এলাকার বিসিএ ক্যাডেট কোচিং, বিএস একাডেমি, ইংলিশ প্রাইভেট সেন্টার ও সেউজগাড়ির আইসিটি টিউটোরিয়াল হোম।

অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মুহঃ শাহনুর জামান এবং রেবেকা সুলতানা। এসময় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অভিযানে সহযোগিতা করেন।

এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রেবেকা সুলতানা জানান, সরকারি নির্দেশনা অমান্য করে পাঠদান পরিচালনা করায় চার কোচিং সেন্টার সিলগালা ও জরিমানা করা হয়েছে। এর পাশাপাশি আরো একটি প্রতিষ্ঠানকে শুধু জরিমানা করে সতর্ক করে দেয়া হয়।

পরীক্ষা চলাকালে জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছেন তিনি।

এসএ

এই বিভাগের অন্য খবর

Back to top button