বগুড়ায় এক যুবককে কুপিয়ে হত্যা
বগুড়ার ধুনটে সুলতান আলী(৩২) নামের এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দূর্বৃত্তরা।
নিহত সুলতান আলী উপজেলার এলাঙ্গী ইউনিয়নের শৈলমারি গ্রামের আলতাব আলীর ছেলে।
বুধবার সন্ধ্যা ৬টার দিকে উপজেলার শৈলমারী গ্রামে এ ঘটনা ঘটে।
জানা গেছে, সুলতান আলী বুধবার সন্ধ্যার দিকে বাড়ি থেকে ৪০০ মিটার দূরে জলাশয়ের ভেতর কারেন্ট জাল দিয়ে মাছ শিকার করতে যায়। এসময় দূর্বৃত্তরা তার উপর আক্রমন করে কোপাতে থাকে। একপর্যায়ে সুলতান আলী মৃত্যু নিশ্চিত করে দূর্বৃত্তরা সেখান থেকে সটকে পড়ে।
স্থানীয় লোকজন সেখানে মাছ শিকার করতে গিয়ে বিষয়টি টের পেয়ে থানা পুলিশকে খবর দিলে রাত ৮টার দিকে ঘটনাস্থলে পৌছে মরদেহ উদ্ধার করেন।
ধুনট থানার পরিদর্শক (তদন্ত) রাজ্জাকুল ইসলাম বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থলে পৌছে নিহতের সুরতহাল প্রতিবেদন তৈরী করা হচ্ছে। তবে এ হত্যাকান্ডের কারণ এখন জানা যায়নি। হত্যাকান্ডের সাথে জড়িতদের শনাক্ত ও গ্রেফতারের চেষ্টা চলছে।
প্রসঙ্গত, একই গ্রামের মোকছেদ আলীর ছেলে কৃষক রজনু মিয়া। সুলতান ও তার সহযোগীদের মাদক কারবারের বাধা হয়ে দাড়িয়েছিল তিনি। ২০২০ সালের ৩১ জানুয়ারী সন্ধ্যায় রনজু মিয়া নিজের জমিতে চাষ করছিলেন। রাত ৯টার দিকে সুলতান ও তার সহযোগীরা জমির ভেতর রনজুকে কুপিয়ে আহত করে পালিয়ে যায়। স্বজনরা রনজুকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে রাত ১টায় তার মৃত্যু হয়।
এ ঘটনায় নিহত রনজুর স্ত্রী শিরিনা খাতুন বাদী হয়ে
সুলতান আলীকে প্রধান আসামী করে থানায় একটি হত্যা মামলা দায়ের করে।