চলতি মৌসুমের প্রথম গোল করলেন ক্রিস্টিয়ানো রোনালদো, আর ইউরোপা লিগেও। শেষ হাসিও হেসেছেন তিনি।
বৃহস্পতিবার শেরিফ টিরাস্পোলকে ২-০ গোলে হারিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড।
গত ১৩ আগস্ট ব্রেন্টফোর্ডের কাছে ইউনাইটেডের ৪-০ গোলে প্রিমিয়ার লিগ হারের পর থেকে শুরুর একাদশে দেখা যায়নি রোনালদোকে। ইউরোপা লিগের দ্বিতীয় ম্যাচে তিনি পেলেন গোল। ডিওগো ডালট বক্সের মধ্যে ফাউলের শিকার হলে ৩৯তম মিনিটে পেনাল্টি থেকে লক্ষ্যভেদ করেন পর্তুগিজ ফরোয়ার্ড। ৩৭ বছর বয়সী তারকার এটি ছিল ক্লাব ক্যারিয়ারের ৬৯৯তম গোল।
অবশ্য তার আগেই মলদোভায় সফরকারীরা এগিয়ে গিয়েছিল। ১৭ মিনিটে চমৎকার ফিনিশে ইউনাইটেডকে লিড এনে দেন জ্যাডন সানচো। এই মৌসুমে তৃতীয় গোল করলেন তিনি এবং এমন দিনে, যে দিন বিশ্বকাপের আগে ইংল্যান্ডের শেষ ম্যাচের স্কোয়াডে জায়গা হয়নি তার।
এই জয় এরিক টেন হ্যাগের দলের জন্য খুব প্রয়োজন ছিল। গত সপ্তাহে রিয়াল সোসিয়েদাদের কাছে ১-০ গোলে হেরে ইউরোপা লিগ শুরু করেছিল তারা। ‘ই’ গ্রুপে শীর্ষে থাকা লা লিগা দলটির পরেই এখন তাদের অবস্থান। পরের দুটি ম্যাচ ইউনাইটেড খেলবে সাইপ্রিওট দল ওমোনিয়া নিকোশিয়ার বিপক্ষে।