জাতীয়প্রধান খবর
দূষণের তালিকায় ৩১তম শহর “ঢাকা’

দূষণের তালিকায় ৩১তম শহর হিসেবে বিবেচিত হয়েছে বাংলাদেশের রাজধানী ঢাকা।
শুক্রবার (১৬ সেপ্টেম্বর) সকাল নয়টা ১০ মিনিটে এ খবর জানা যায়।
এই শহরের স্কোর এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) স্কোর ৬৫। ৫০-১০০ এর মধ্যে একিউআই স্কোরকে ‘মধ্যম’ বলা হয়।
সংযুক্ত আরব আমিরাতের দুবাই, তাইওয়ানের কাওশিউং ও পাকিস্তানের করাচি যথাক্রমে ১৫৬, ১৫৩ ও ১৪১ একিউআই স্কোর নিয়ে তালিকায় প্রথম তিনটি স্থানে রয়েছে।