গাবতলী উপজেলাপ্রধান খবর
বগুড়ায় ট্রেনে কাটা পড়ে কিশোর নিহত

বগুড়ার গাবতলীতে ট্রেন কাটা পড়ে পারভেজ মিয়া (১৬) নামে এক প্রতিবন্ধী কিশোরের নিহত হয়েছে।
নিহত পারভেজ মিয়া সোনাতলা উপজেলার জোড়গাছা ইউনিয়নের গোসাইবাড়ী গ্রামের শফিকুল ইসলামের ছেলে।
শুক্রবার দুপুর ২ টার দিকে উপজেলার সুখানপুকুর ইউনিয়নের ডঙর গ্রামে তার মরদেহ উদ্ধার করে বগুড়া রেলওয়ে স্টেশন পুলিশ ফাঁড়ি।
বগুড়া রেলওয়ে স্টেশন পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই আমিনুল ইসলাম জানান, পারভেজ বাক প্রতিবন্ধী ছিল। পাশাপাশি সে বুদ্ধি প্রতিবন্ধকতাও রয়েছে। সোনাতলা, গাবতলী এলাকায় সে ছন্নছাড়া, পাগলের মতো ঘুরে বেড়াতো।
পারভেজের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর হয়েছে। আর এ ঘটনায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা করেছে পুলিশ বলে জানিয়েছেন তিনি।
এসএ