অর্থ ও বানিজ্যপ্রধান খবর

বাজারে এসেছে নতুন ১০ ও ২০ টাকার নোট

বাজারে এসেছে গভর্নর আব্দুর রউফ তালুকদারের সই করা নতুন ১০ ও ২০ টাকার নোট।

বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) সকালে বাংলাদেশ ব্যাংক থেকে এসব নোট ইস্যু করা হয়।

বাংলাদেশ ব্যাংক জানায়, নতুন মুদ্রিত নোটের রং, আকৃতি, ডিজাইন ও নিরাপত্তা বৈশিষ্ট্য আগের মতোই থাকবে। পাশাপাশি প্রচলনে থাকা ১০ টাকা ও ২০ টাকা মূল্যমানের অন্যান্য বৈধ নোটও চালু থাকবে।

এই বিভাগের অন্য খবর

Back to top button