বিনোদন

জায়েদ খানের সঙ্গে কাজ করতে চায় হিরো আলম

নায়ক জায়েদ খানের সঙ্গে এক সিনেমায় কাজ করতে চান হিরো আলম।

বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) রাতে নিজের নতুন গান রিলিজ উপলক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন হিরো আলম।

হিরো আলম বলেন, ‘জায়েদ খান আমাকে হিংসা করেন কি না, জানি না। আমি তাকে খুব ভালোবাসি এবং শ্রদ্ধা করি।’

তিনি বলেন, এর মধ্যে আমরা ছয়টি সিনেমা করার ঘোষণা দিয়েছি। তার মধ্যে চারটির কাজ শুরু হয়েছে। বাকি দুটি সিনেমা এখনো শুরু করিনি। যদি জায়েদ খানের সঙ্গে ব্যাটে-বলে মিলে যায়, তাহলে এ দুটি সিনেমাতে তাকে রাখা হবে। পরিচালক জায়েদ খানের ছবিতে আমাকে যে চরিত্রে রাখবেন, আমি সেই চরিত্রেই কাজ করতে রাজি।

এই বিভাগের অন্য খবর

Back to top button