বেলুন বিস্ফোরণ: আবু হেনা রনির শ্বাসনালী-কান পুড়ে গেছে

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে গ্যাসবেলুন বিস্ফোরণে দগ্ধ কৌতুক অভিনেতা আবু হেনা রনির শ্বাসনালী ও এক কান পুড়ে গেছে, তিনি শঙ্কামুক্ত নন বলে জানিয়েছেন চিকিৎসক।
এ ঘটনায় চার সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে পুলিশ।
শুক্রবার রাতে জিএমপির ডিসি (উপ-কমিশনার, উত্তর) আবু তোরাব শামসুর রহমানকে প্রধান করে চার সদস্যের কমিটি গঠন করেন জিএমপি কমিশনার।
জানা গেছে, বেলুন বিস্ফোরণের ঘটনায় আহত পাঁচজনের মধ্যে রনি ছাড়া বাকিরা পুলিশ সদস্য (কনস্টেবল)।
পুলিশ জানান, আবু হেনা রনি শঙ্কামুক্ত নন। এখনই কিছু বলা সম্ভব নয়। তারা সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তার শরীরের ২৫% পুড়ে গেছে। আমাদের আরও অপেক্ষা করতে হবে। আবু হেনা রনির সঙ্গে দগ্ধ জিল্লুর রহমান (৩২) নামে আরেকজন যুবকও আইসিইউতে চিকিৎসাধীন। তার শরীরের ১৯% দগ্ধ হয়ে শ্বাসনালী পুড়ে গেছে।
উল্লেখ্য, শুক্রবার সন্ধ্যায় গাজীপুর জেলা পুলিশ লাইন মাঠে জিএমপি’র চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে বেলুন বিস্ফোরণে আবু হেনা রনি ছাড়াও আরও চারজন দগ্ধ হন। রনিসহ তিনজনকে আশঙ্কাজনক অবস্থায় বার্ন ইন্সটিটিউটে পাঠানো হয়। চিকিৎসাধীন আরেকজন হলেন মোশাররফ হোসেন।