গাবতলী উপজেলাপ্রধান খবর

বগুড়ায় ট্রেনে কাটা পরে শিশুর মৃত্যু

বগুড়ায় গাবতলীতে ট্রেনের ধাক্কায় ইভা ভ্রাডালিয়া প্রার্থনা (১২) নামে এক শিশু নিহত হয়েছে।

নিহত প্রার্থনা গাবতলী সরকারি কলেজ গেট এলাকার পবিত্র প্রামানিকের সন্তান।

শনিবার সন্ধ্যা পৌণে ৬টার দিকে গাবতলী রেলওয়ে স্টেশন চত্বর এলাকায় এ দূর্ঘটনা ঘটে।

জানা গেছে, বিকাল প্রার্থনা নিজ বাড়ি থেকে তার মায়ের সাথে ঘুরতে বের হয়। রেললাইনের পাশে হাটার সময় ঢাকা থেকে ছেড়ে আসা রংপুরগামী রংপুর এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় গুরুতর আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে গাবতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নেন। তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল হাসপাতালে স্থানান্তর পর সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

গাবতলী থানার ওসি সনাতন সরকার জানান, সংবাদ পেয়ে রেলওয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তারাই পরবর্তী আইনগত ব্যবস্থা নিবেন।

এসএ

এই বিভাগের অন্য খবর

Back to top button