কাহালু উপজেলাপ্রধান খবর

কাহালুতে আজ থেকে টিসিবি’র পণ্য বিক্রি শুরু

বগুড়া কাহালু উপজেলায় দুইদিন ব্যাপী টিসিবি‘র পণ্য বিক্রির উদ্বোধন করা হয়েছে। এই দুদিনে টিসিবি কার্ড ধারী ব্যক্তিরা চিনি, মশুর ডাল, সয়াবিন তেল ও পেঁয়াজ কিনতে পারবেন।

রোববার বেলা ১১ টায় টিসিবি পণ্য বিক্রির উদ্বোধন করেন কাহালু উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল মান্নান।

প্রতি কেজি চিনির মূল্য ৫৫ টাকা, মশুর ডাল প্রতি কেজি ৬৫ টাকা, সয়াবিন তেল প্রতি কেজি ১১০ টাকা, পেঁয়াজ প্রতি কেজি ২০ টাকা দামে কিনতে পারবে।

টিসিবি পণ্য বিক্রি কার্যক্রম শেষ হবে সোমবার। এ দুই দিনে কাহালু পৌর এলাকার ৭,৮,৯ নং ওয়ার্ডের টিসিবি কার্ড ধারী ব্যক্তিরা টিসিবির পণ্য কিনতে পারবেন বলে জানান কতৃপক্ষ।

এসএ

এই বিভাগের অন্য খবর

Back to top button