প্রধান খবরবগুড়া জেলা

বগুড়ায় গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

বগুড়ায় ১২.২ কেজি গাঁজাসহ ১ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ান (র‌্যাব)।

রোববার দুপুর সাড়ে ১২ টার দিকে গাইবান্ধার গোবিন্দগঞ্জের কালিতলা এলাকায় বগুড়া-রংপুর মহাসড়কের পাশ থেকে তাকে আটক করে।

আটক মাদক ব্যবসায়ী জামালপুর জেলার দেওয়ানগঞ্জের রহিমপুর উত্তরপাড়া এলাকার মৃত সিনাত উল্লাহর ছেলে মোঃ সুরুত জামান (৩৮)।

জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে উক্ত স্থানে অস্থায়ী চেকপোস্ট বসিয়ে ১২.২ কেজি গাঁজা, মোবাইল এবং নগদ টাকাসহ তাকে আটক করে র‌্যাব।

আটককৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য গোবিন্দগঞ্জ থানায় সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছেন র‌্যাব-১২, কোম্পানী কমান্ডার তৌহিদুল মবিন খান।

এসএ

এই বিভাগের অন্য খবর

Back to top button