সারাদেশ
জামালপুরে বিদ্যুৎপৃষ্ট হয়ে চাচা-ভাতিজা নিহত
জামালপুর জেলার বকশীগঞ্জ উপজেলায় বিদ্যুৎপৃষ্ট হয়ে চাচা-ভাতিজা নিহত হয়েছেন।
রোববার (১৮ সেপ্টেম্বর) দুপুরে পৌর এলাকার সওদাগর পাড়ায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন, সওদাগর পাড়ার মৃত আবেদ আলীর ছেলে সায়েদ আলী (৬৫) ও একই এলাকার মৃত কুব্বাত আলীর ছেলে সুলতান মিয়া (৪৫)।
জানা গেছে, সুলতান মিয়া দুপুরে গোসল করতে গিয়ে বিদ্যুৎপৃষ্ট হন। এসময় চাচা সায়েদ আলী তাকে উদ্ধার করতে গেলে তিনিও বিদ্যুৎপৃষ্ট হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে বকশীগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
পুলিশ জানান, বিদ্যুৎপৃষ্ট হয়ে চাচা-ভাতিজার মৃত্যু হয়েছে। এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা দায়ের করা হবে।