প্রধান খবরশেরপুর উপজেলা

বগুড়ায় ধর্ষণের শিকার আড়াই বছরের শিশু, বৃদ্ধ গ্রেপ্তার

বগুড়ার শেরপুরে আড়াই বছরের শিশু ধর্ষণের অভিযোগে আব্দুল আজিজ (৬০) নামের এক বৃদ্ধকে গ্রেপ্তার করেছে পুলিশ।

তিনি উপজেলার শাহবন্দেগী ইউনিয়নের শেরুয়া দহপাড়া গ্রামের মফিজ উদ্দিনের ছেলে।

সোমবার ভোররাতে পুলিশ অভিযান চালিয়ে শেরুয়া বটতলা বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে।

ধর্ষণের শিকার শিশুটির মা বাদি হয়ে শেরপুর থানায় একটি মামলা দায়ের করেন ।

জানা যায়, শিশুটির মা-বাবা ১৭সেপ্টেম্বর বেলা দশটার দিকে তাঁদের একমাত্র শিশু মেয়েটিকে নিয়ে শেরুয়া দহপাড়া এলাকাস্থ আবু সাঈদের মালিকানাধীন চাতালে কাজ করতে যান। তারা দুজনে যখন কাজে ব্যস্ত ছিলেন ওইসময় পাশেই জমির মধ্যে শিশুটি খেলছিলো।

বৃদ্ধ আব্দুল আজিজ খাবার কিনে দেয়ার প্রলোভন দিয়ে শিশুটিকে তার বাড়িতে নিয়ে যায়। জোরপূর্বক ধর্ষণের সময় শিশুটির চিৎকারে আশপাশের লোকজন এসে তাকে উদ্ধার করেন এবং প্রাথমিক চিকিৎসা ব্যবস্থা দেয়ার ব্যবস্থা করেন। এসময় কৌশলে পালিয়ে যান আব্দুল আজিজ।

শেরপুর থানার উপ-পরিদর্শক (এসআই) রবিউল ইসলাম বলেন, এ ঘটনায় সোমবার থানায় মামলা হয়েছে। অভিযুক্ত আব্দুল আজিজকে গ্রেপ্তার করে সোমবার বেলা বারোটার দিকে বগুড়ায় আদালতে পাঠানো হয়। শিশুটিকে উদ্ধার করে ডাক্তারী পরীক্ষার জন্য বগুড়ায় শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এসএ

এই বিভাগের অন্য খবর

Back to top button