আন্তর্জাতিক খবরগাবতলী উপজেলা
বগুড়ায় ভোক্তা অধিকারের অভিযানে ৪ ব্যবসায়ীকে জরিমানা

বগুড়া গাবতলী বাজারে চার ব্যবসায়ীকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদফতর।
মঙ্গলবার দুপুর ১২টার দিকে গাবতলী উপজেলার পেরিরহাট বাজারে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদফতর বগুড়া কার্যালয়ের সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী। এসময় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
ইফতেখারুল আলম রিজভী জানান, অভিযানে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার পরিবেশন লুৎফর নামের এক খাবারের হোটেলকে এক হাজার টাকা, মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি করায় মিম ফার্মেসিকে দেড় হাজার টাকা, টিকে ফার্মেসিকে এক হাজার টাকা ও মূল্য তালিকা টেলিকমকে এক হাজার টাকা জরিমানা করা হয়।
এসএ