আবারো পিস্তল কান্ডে সাংসদ বাবলু

আবারো পিস্তল কান্ডে জড়ালেন সাংসদ বাবলু। এবার পিস্তল উচিয়ে উপজেলা চেয়ারম্যানকে দেখালেন ভয়-ভীতি এবং দিলেন হুমকি।
সকালে শাজাহানপুর উপজেলার মাসিক আইন-শৃঙ্খলা রক্ষার মিটিংয়ে যোগ দেয়ার সময় এর আগে প্রকল্পের কাজ দেয়ার কথা বলে উপজেলা যুবলীগের নেতা-কর্মীদের কাছ থেকে টাকা নেয়া ও কাজ না দিয়ে টাকা ফেরত না দেয়াকে কেন্দ্র করে যুবলীগ কর্মীদের সাথে বাক-বিতন্ডার ঘটনা ঘটে। পরে সেখানে বিষয়টি মীমাংসা করতে উপজেলা চেয়ারম্যান প্রভাষক সোহরাব হোসেন ছান্নু পৌছালে এক পর্যায়ে এমপি বাবলু তার দিকে পিস্তল তাক করে ভয়-ভীতি দেখান ও হুমকি দেন। পরে সেখানে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।
উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক বাদশা আলমগীর বলেন, ‘টিআর ও কাবিখা প্রকল্প পাওয়ার জন্য ৪ বছর আগে আমি এমপি বাবলুকে ৩ লাখ ৯৫ হাজার টাকা দেই। কিন্তু, তিনি আমাকে প্রকল্প দেননি। বছর বছর পেরিয়ে গেলেও তিনি উপজেলায় আসেন না। ৩ লাখ টাকা ফেরত দিলেও আমি এখনো তার কাছে ৯৫ হাজার টাকা পাই। আজ তিনি উপজেলা পরিষদ ভবনে আসলে আমি তার কাছে টাকা ফেরত চাইলে তিনি আমার ওপর ক্ষিপ্ত হন এবং আমাকে লোহার রড দিয়ে আক্রমণ করেন।
অন্যদিকে এমপি রেজাউল করিম বাবলু বলেন, উপজেলার মাসিক আইন-শৃঙ্খলা রক্ষার মিটিংয়ে যোগ দেওয়ার জন্য আমাকে উপজেলা নির্বাহী কর্মকর্তা চিঠি দিয়েছিল। সেজন্য আমি সকালে উপজেলা ভবনে যাই। পরে উপজেলা চেয়ারম্যান সান্নুর নির্দেশে যুবলীগের নেতা-কর্মীরা সকাল সাড়ে ১০ টায় আমার ওপর হামলা করে।
এ বিষয়ে শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল মামুন এর সাথে কথা হলে তিনি জানান, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণের মধ্যে আছে। আইন-শৃঙ্খলা বিয়ষক মিটিং এ বসার প্রস্তুতি চলছে।
এর আগে, বগুড়া-৭ আসনের সংসদ সদস্য রেজাউল করিম বাবলু ওরফে শওকত আলী গোলবাগী পিস্তল হাতে ফেসবুকে ছবি পোস্ট করে সমালোচনার কবলে পড়েছিলেন। যা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ায় জেলার সর্বত্র এলাকায় তাকে নিয়ে চলছে আলোচনা-সমালোচনা।