প্রধান খবরবগুড়া সদর উপজেলা
বগুড়া সদর থানার নতুন ওসি নূরে আলম সিদ্দিকী
বগুড়া সদর থানার ওসি হিসেবে নূরে আলম সিদ্দিকী যোগদান করেছেন।
নূরে আলম সিদ্দিকী নেত্রকোনার সদর উপজেলার সন্তান। ১৯৯৪ সালে বাংলাদেশ পুলিশ বাহিনীতে তিনি যোগদান করেন। তিনি ঢাকার তিন থানায় ওসি হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করেন। এছাড়া তিনি ডিএমপিতে ডিবি ইউনিটেও কাজ করেছেন।
বুধবার বিকাল পৌণে ৫টার দিকে সদর থানার বিদায়ী ওসি সেলিম রেজার কাছ থেকে তিনি দায়িত্ব বুঝে নেন।
এর আগে নূরে আলম সিদ্দিকী ঢাকা মেট্রোপলিটন পুলিশে(ডিএমপি) কর্মরত ছিলেন।
এদিকে, বগুড়া সদর থানার ওসি সেলিম রেজাকে নওগাঁ জেলা পুলিশে বদলি করা হয়েছে। গত বছরের ২৯ মার্চ যোগদানের পর থেকে তিনি জেলায় বার বার শ্রেষ্ঠ ওসির পুরস্কার পান। এছাড়া তিনি রাজশাহী রেঞ্জে নয়বার শ্রেষ্ঠ ওসির সম্মাননা পেয়েছেন।
এসএ