প্রধান খবরশেরপুর উপজেলা
বগুড়ায় অসুস্থ মাকে দেখতে যাওয়ার পথে মেয়ে নিহত
বগুড়ায় কাভার্ডভ্যান চাপায় শাহনাজ খাতুন (৫৫) নামে এক নারী নিহত হয়েছেন।
নিহত শাহনাজ খাতুন শেরপুর উপজেলার সুঘাট ইউনিয়নের জয়লা সরকার পাড়া গ্রামের আনোয়ার সরকারের স্ত্রী।
শুক্রবার সকাল ১০টার দিকে বগুড়া-ঢাকা মহাসড়কে শেরপুর উপজেলার মির্জাপুর বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
জানা যায়, নিহত শাহনাজ খাতুনের মা শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তাকে দেখতে যাবার জন্য স্বামীর সাথে মোটরসাইকেলে বাড়ি থেকে রওনা হন।পথিমধ্যে ঢাকাগামী অজ্ঞাতনামা একটি কাভার্ডভ্যান ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল থেকে শাহনাজ ছিটকে পড়ে কাভার্ডভ্যানের চাপায় ঘটনাস্থলেই মারা যান।’
শেরপুর হাইওয়ে পুলিশ ক্যাম্পের উপ-পরিদর্শক (এসআই) বাবুল হোসেন জানান, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
এসএ