সারাদেশ

মোবাইলে কথা বলার সময় ছাদ থেকে পড়ে কলেজছাত্রের মৃত্যু

রাজধানীর বংশালে ভবনের ছাদে বসে মোবাইলে কথা বলার সময় পড়ে গিয়ে আরমানুউজ্জামান জিসান (১৮) নামের এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে। 

বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) রাতে এ দুর্ঘটনা ঘটে।

জিসানের বাবা মো. আনোয়ার হোসেন টঙ্গীতে থাকেন। তার বাড়ি যশোর। জিসান উদয়ন স্কুল এন্ড কলেজের এইচএসসির ছাত্র ছিল।

পুলিশ জানান, ছাদে বসে মোবাইলে কথা বলতে বলতে অসাবধানতাবশত পাশের বাড়ির তয় তলার ছাদের ওপর পরে যায় জিসান। তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য আগারগাঁও নিউরোসাইন্স ইনিস্টিউটের জরুরী বিভাগে রাখা হয়েছে।

এই বিভাগের অন্য খবর

Back to top button