বিনোদন

কৌতুক অভিনেতা আবু হেনা রনির শারীরিক অবস্থার উন্নতি

গাজীপুর মেট্রেপিলিটন পুলিশের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে গ্যাস বেলুন বিস্ফোরণে দগ্ধ কৌতুক অভিনেতা আবু হেনা রনি ও পুলিশ সদস্য জিল্লুর রহমানকে কেবিনে স্থানান্তর করা হয়েছে। তাদের দুজনের শারীরিক অবস্থার অনেক উন্নতি হয়েছে বিধায় তাদেরকে এইচডিইউ (হাই ডিপেনডেনসি ইউনিট) থেকে কেবিনে নেওয়া হয়েছে বলে জানান চিকিৎসকরা।

শনিবার (২৩ সেপ্টেম্বর) শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের প্রধান সমন্বয়ক ডা. সামন্ত লাল সেন এ তথ্য জানান।

ডা. সামন্ত লাল সেন জানান, তাদের দুজনের শরীরেই আজকে ড্রেসিং করা হয়েছে।শারীরিক অবস্থার অনেক উন্নতি হওয়ায় বর্তমানে তাদেরকে কেবিনে রাখা হয়েছে।

তিনি আরও বলেন, তাদের কথাবার্তাও এখন স্বাভাবিক। স্বাভাবিকভাবেই শ্বাস-প্রশ্বাস নিচ্ছেন। তবে তাদেরকে আরও বেশ কিছুদিন হাসপাতালে থাকতে হবে।

গত শুক্রবার ১৬ সেপ্টেম্ব সন্ধ্যায় গাজীপুর জেলা পুলিশ লাইনস মাঠে গ্যাস বেলুন বিস্ফোরণে কৌতুক অভিনেতা আবু হেনা রনিসহ চার জন দগ্ধ হন। পরে রনিসহ তিন জনকে আশঙ্কাজনক অবস্থায় শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আনা হয়। শ্বাসনালীসহ রনির শরীরের ২৫ শতাংশ ও জিল্লুরের ১৯ শতাংশ দগ্ধ হয়েছিলো। পরবর্তীতে তাদের চিকিৎসার জন্য গঠিত হয় ১৩ সদস্যের মেডিকেল বোর্ড।

এই বিভাগের অন্য খবর

Back to top button
A palavra '' foi encontrada no array.