প্রধান খবরবগুড়া জেলা

বগুড়ায় সম্প্রীতি সাম্প্রদায়িক সমাবেশ অনুষ্ঠিত

অসাম্প্রদায়িক বাংলাদেশ আন্ত: ধর্মীয় সম্পর্ক ও সামাজিক বন্ধনকে সুসংহত রাখতে বগুড়ায় হয়ে গেল বিশাল সম্প্রীতি সাম্প্রদায়িক সমাবেশ।

শনিবার বিকাল ৪ টার দিকে বগুড়া জেলা প্রশাসনের আয়োজনে শহরের আলতাফুন্নেছা খেলার মাঠে সকল ধর্ম ও বর্ণের মানুষ এক কাতারে দাঁড়িয়ে অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার শপথ নিলেন।

অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বগুড়া জেলা প্রশাসাক মো: জিয়াউল হক ।

সম্প্রীতি সাম্প্রদায়িক সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) মো: মাসুম আলী বেগ। এতে বিশেষ অতিথীর বক্তব্য রাখেন জেলা পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্তী, জেলা আওয়ামীলীগের সভাপতি মজিবর রমান মজনু, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক জেলা কমান্ডার রুহুল আমিন বাবলু, ইসলাম ধর্মের প্রতিনিধি জেলা ইমাম সমিতির সাধারণ সম্পাদক মোস্তাকিম হোসাইন, হিন্দু ধর্মের প্রতিনিধি পুলিশ লাইন শিব মন্দিরের সভাপতি আনন্দ মোহন পাল, বৌদ্ধ ধর্মের প্রতিনিধি শ্রী প্রবীর বড়ুয়া, খ্রিষ্টান ধর্মের প্রতিনিধি পাস্টার গিলবার্ট মৃধা। জেলা হিন্দু, বৌদ্ধ , খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি ডা: এনসি বাড়ই।

সম্প্রীতি সমাবেশে প্রধান অতিথি বগুড়া জেলা প্রশাসাক মো: জিয়াউল হক বলেন, মহান মুক্তি যুদ্ধে আমরা সকল ধর্মের মানুষ কাধে কাঁধ মিলিয়ে দেশ স্বাধীন করেছি। আমাদের এবন্ধন অটুট রাখতে হবে। সকল ধর্মের মানুষ যেন স্বাধীন ভাবে তাদের ধর্ম পালন করতে পারে সে জন্য দেশের মানুষকে এক হয়ে কাজ করতে হবে। বাংলাদেশ অসম্প্রদায়িক চেতনায় এগিয়ে যাচ্ছে। দেশের মানুষ এক হয়ে কাজ করছে। একে অপরের সাথে সকল সামাজিক কর্মকাণ্ডে মিলিত হয়। আমাদের এই বন্ধনই অসাম্প্রদায়িক বন্ধন। আমাদের সকলের ধর্ম এক না হলেও আমরা সকলে বন্ধুত্বের বন্ধনে আবদ্ধ। আমােদর সম্পর্কের বন্ধনের চেতনায় বঙ্গবন্ধুর ডাকে সবাই এক হয়ে ঝাঁপিয়ে পড়েছিলেন মহান মুক্তিযুদ্ধে। আমাদের মুক্তিযুদ্ধের বিজয়ে নতুন বাংলাদেশের অভ্যুদয় হয়েছিল। অসাম্প্রদায়িক চেতনার বাংলাদেশ। বাংলাদেশের মানুষ সকল ধর্মের উৎসব পালন করে সকলের মিলিত মেলবন্ধনে। ধর্ম আলাদা হলেও এদেশের মানুষ সম্প্রীতিত বন্ধনে একত্রিত হয়ে ধর্মীয় উৎসবগুলো পালন করে থাকেন।

এসএ

এই বিভাগের অন্য খবর

Back to top button