বগুড়া লাইভ - আপডেট

রংপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ৯: বাসচালক গ্রেপ্তার

রংপুরের তারাগঞ্জে ২ বাসের মুখোমুখি সংঘর্ষে ৯ জন নিহতের ঘটনায় বাসচালক দেলোয়ার হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

দেলোয়ারের বাড়ি কিশোরগঞ্জ জেলা সদরের রঘুনন্দন গ্রামে।

গতকাল শুক্রবার সন্ধ্যায় তারাগঞ্জের ইকরচালী বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে হাইওয়ে থানা পুলিশ।

পুলিশ জানান, দুর্ঘটনার পর থেকে দেলোয়ার আত্মগোপনে ছিলেন। তিনি জোয়ানা পরিবহনের চালক। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে শুক্রবার সন্ধ্যায় তাকে গ্রেপ্তার করা হয়।

গত ৪ সেপ্টেম্বর দিবাগত রাত সাড়ে ১২টার দিকে রংপুর-দিনাজপুর মহাসড়কের শলেয়াশাহ খারুভাজ সেতুর কাছে ময়মনসিংহ থেকে ছেড়ে আসা ঠাকুরগাঁওগামী জোয়ানা পরিবহনের সঙ্গে দিনাজপুর থেকে ছেড়ে আসা ঢাকাগামী ইসলাম পরিবহনের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে ৫ জন এবং হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৪ জন মারা যান। দুর্ঘটনায় আহত হন অর্ধশতাধিক যাত্রী। ওই ঘটনায় তারাগঞ্জ হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব মোর্শেদ বাদী হয়ে মামলা দায়ের করেন।

এই বিভাগের অন্য খবর

এছাড়াও দেখুন
Close
Back to top button