প্রধান খবরবগুড়া সদর উপজেলা
বগুড়ায় ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার
বগুড়ায় সাড়ে ৩ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে জেলা পুলিশের গোয়েন্দা শাখা(ডিবি)।
গ্রেফতারকৃতরা হলেন- সদর উপজেলার পালশা হাজীপাড়া এলাকার আব্দুস সোবহানের ছেলে আঃ মমিন(৩৫) এবং শেরপুর উপজেলার মহিপুর কলোনী এলাকার হেলাল উদ্দিনের স্ত্রী চায়না বেগম(৩৫)। এদের মধ্যে চায়না বেগমের বিরুদ্ধে এর আগে ৪টি মাদক মামলা রয়েছে।
রোববার দুপুর সোয়া ২টার দিকে নামাজগড় এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
ডিবির ওসি সাইহান ওলিউল্লাহ জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৩ হাজার পিস ইয়াবাসহ মমিন ও চায়নাকে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে বগুড়া সদর থানায় মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে বলেও জানিয়েছেন তিনি।
এসএ