আদমদিঘী উপজেলাপ্রধান খবর
বগুড়ায় যুবকের আত্মহত্যা
বগুড়া আদমদীঘির সান্তাহারে মোর্শেদ হোসেন ওরফে দাউদ (২৪) নামের এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।
শনিবার বিকেলে সান্তাহার পৌরসভার উপড় পোওতা গ্রামে এ ঘটনা ঘটে। সে আদমদীঘির ওই গ্রামের আফজাল হোসেনের ছেলে।
“আজ আমার শেষ দিন এ দেশে” তার ফেসবুক আইডিতে এমন স্ট্যটাস দেয়ার কয়েক ঘন্টা পর সে আত্মহত্যা করে।
জানা যায়, মোর্শেদ হোসেন বেশ কিছু দিন যাবত শারীরিক ও মানসিক রোগে ভুগছিল। এ নিয়ে পরিবারের লোকজন বিভিন্ন স্থানে চিকিৎসা করান। বিকেলে মোর্শেদ তার নিজ ঘরের ভিতর ফ্যানের সাথে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে।
আদমদীঘি থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম জানান প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে , সে আত্মহত্যা করেছে। মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে থানা একটি ইউডি মামলা হয়েছে।
এসএ