জাতীয়

একুশে পদকপ্রাপ্ত সাংবাদিক রণেশ মৈত্র মারা গেছেন

ভাষা সৈনিক, বীর মুক্তিযোদ্ধা, একুশে পদকপ্রাপ্ত সাংবাদিক ও কলামিস্ট রণেশ মৈত্র সোমবার (২৬ সেপ্টেম্বর) ভোরে, বাংলাদেশের রাজধানীর ঢাকার একটি হাসপাতালে হাসপাতালে মারা গেছেন। তার বয়স হয়েছিল ৯০ বছর।

মৃত্যুকালে রণেশ মৈত্র স্ত্রী পূরবী মৈত্র, দুই ছেলে, তিন মেয়ে এবং অসংখ্য আত্মীয়-স্বজন ও শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন।।

রণেশ মৈত্র ১৯৩৩ সালে ৪ অক্টোবর রাজশাহী জেলার নহাটা গ্রামে জন্মগ্রহণ করেন। পাবনার সরকারি এডওয়ার্ড কলেজ থেকে ১৯৫৫ সালে আইএ এবং ১৯৫৯ সালে বিএ পাশ করেন তিনি। ১৯৫১ সালে সিলেট থেকে প্রকাশিত সাপ্তাহিক ‘নৌবেলা’ পত্রিকার মাধ্যমে তিনি সাংবাদিক হিসেবে কর্মজীবন শুরু করেন।

সাংবাদিকতায় অবদানের জন্য ২০১৮ সালে তিনি একুশে পদক লাভ করেন। রণেশ মৈত্র বাংলাদেশের প্রগতিশীল-গণতান্ত্রিক রাজনৈতিক আন্দোলনের সঙ্গে গভীরভাবে যুক্ত ছিলেন।

তার মৃত্যুতে, বাংলাদেশের জাতীয় সংসদের ডেপুটি স্পিকার মো. শামসুল হক টুকু শোক প্রকাশ করেছেন।

এই বিভাগের অন্য খবর

Back to top button