বিশ্বকাপের বাছাইপর্বে চ্যাম্পিয়ন হয়ে মূল পর্বে যাওয়ার লক্ষ্য ছিল বাংলাদেশের। সেই লক্ষ্য পূরণে সফল বাংলাদেশের মেয়েরা। আয়ারল্যান্ডের মেয়েদের উড়িয়ে বাছাইপর্বে চ্যাম্পিয়ন হয়েই বিশ্বকাপে পা রাখল নিগার সুলতানার দল।
নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্বে অপ্রতিরোধ্য বাংলাদেশ এমন উৎসবে পূর্ণতা দিতে চেয়েছে এই পর্বে ট্রফি জয়। আবুধাবিতে অনুষ্ঠিত ফাইনালে আয়ারল্যান্ডের বিপক্ষে ৭ রানে জিতে বাছাইপর্বে চ্যাম্পিয়ন হয়ে উৎসবে দিয়েছে পূর্ণতা।
টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়ে এদিন প্রত্যাশিত স্কোর পায়নি বাংলাদেশ (১২০/৮)। ফাইনালে ওপেনার মুর্শিদা (৬) অধিনায়ক নিগারের ব্যাট কথা বলেনি (৬)। তৃতীয় উইকেট জুটিতে ফারজানা-রোমানা ৪৯ রানের জুটি চ্যালেঞ্জিং স্কোরের স্বপ্ন দেখালেও শেষ ২৪ রানে ৬ উইকেট পড়ে যাওয়ায় বাংলাদেশের স্কোর দাঁড়ায় ১২০/৮।
ফারজানা হক পিংকিং চলমান আসরে নক আউট পর্বে এসে পেয়েছেন খেলার সুযোগ। সেমিফাইনালে ১১ রানের ইনিংসে নিজের উপর ছিল অসন্তোষ। ফাইনালে ৫৫ বলে ৭ চার-এ ৬১ রানের ইনিংসে দলকে টেনে নিয়েছেন। রোমানা করেছেন ২০ বলে ২১ রান।
আইরিশ নারী পেসার লরা ডেনলি দারুণ বল করেছেন (৪-০-২৭-৩)। আর এক নারী পেসার আর্লেন কেলি করেছেন ইকোনমি বোলিং (৪-১-১৭-২)।
১২১ রান চেজ করতে নেমে বাংলাদেশ নারী দলের ৪ স্পিনার দিয়েছেন নির্ভরতা। দুই বাঁ হাতি মেঘলা (২/১৬)ও নাহিদা (২/৩১), অফ স্পিনার সোহেলি (৩/২০) এবং লেগ স্পিনার রোমানার (৩/২৪) বোলিংয়ে আবুধাবিতে কাঁপিয়ে দিয়েছে আয়ারল্যান্ডকে।
স্কোরশিটে এক পর্যায়ে আয়ারল্যান্ডের স্কোর ছিল ৭৬/৮। সেখান থেকে ৩০ বলে ৫১ রানের চ্যালেঞ্জটা প্রায় নিয়েছিল তারা। ৯ম উইকেট জুটির ২৩ বলে ৪৪ রানে লক্ষ্যটা প্রায় ছুঁয়ে ফেলেছিল আইরিশরা। তবে ১৫ রানের চ্যালেঞ্জে থেমেছে আয়ারল্যান্ড। এই প্রতিপক্ষের বিপক্ষে ১০ টি-টোয়েন্টি ম্যাচে ৭ জয়ে রেকর্ডটা ছিল বাংলাদেশের পক্ষে। সেই রেকর্ডটা আরো ভারী হলো নিগারদের জয়ে।
বাংলাদেশ : ১২০/৮ (২০.০ ওভারে)
আয়ারল্যান্ড : ১১৩/৯ (২০.০ ওভারে)
ফল : বাংলাদেশ ৭ রানে জয়ী।