আদমদিঘী উপজেলাপ্রধান খবর

বগুড়ায় ট্রেনে কাটা পড়ে ব্যবসায়ীর মৃত্যু

বগুড়ার আদমদীঘির সান্তাহারে চলন্ত ট্রেনের নিচে কাটা পড়ে মীর হোসেন (৪৫) নামে এক মুদি ব্যবসায়ী মৃত্যু হয়েছে।

নিহত মীর হোসেন নওগাঁর রাণীনগর উপজেলার সিম্বা গ্রামের মৃত করিম ফকিরের ছেলে। তিনি নওগাঁর রানীনগর উপজেলার সিম্বা বাজারের মুদি ব্যবসায়ী।

সোমবার দুপুরে সান্তাহার রেলওয়ে থানাধীন রাণীনগর এলাকায় খুলনাগামী রুপসা এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে তার মৃত্যু হয়।

জানা যায়, মীর হোসেন সকাল থেকে রাণীনগর স্টেশনের এক নম্বর প্লাটফর্মে ঘোরাফেরা করছিলেন। দুপুর সাড়ে ১২টার দিকে খুলনাগামী রুপসা এক্সপ্রেস ট্রেনটি রাণীনগর স্টেশন অতিক্রম করার সময় চলন্ত ট্রেনের নিচে ঝাঁপ দেন। ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

সান্তাহার রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাকিউল আযম বলেন, খবর পেয়ে রেলওয়ে থানা পুলিশ মরদেহ উদ্ধার করেছে। এ ঘটনায় একটি ইউডি মামলা হয়েছে। ময়নাতদন্তের পর পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।

এসএ

এই বিভাগের অন্য খবর

Back to top button