বগুড়ায় ধর্ষণের শিকার এক নারী শ্রমিক, যুবক গ্রেপ্তার

বগুড়ার শেরপুরে চাতালের এক নারী (২৫) শ্রমিককে ধর্ষণের অভিযোগে শরিফ উদ্দিনকে (২২) নামের এক যুবকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তার শরিফ উপজেলার গাড়ীদহ ইউনিয়নের মহিপুর নতুনপাড়া গ্রামের দেলবর প্রামাণিকের ছেলে।
সোমবার (২৬ সেপ্টেম্বর) ভোররাতে অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
এ ঘটনায় শরিফ উদ্দিনকে আসামী করে থানায় মামলা দায়ের করেন ওই ভুক্তভোগী নারী।
মামলা সূত্রে জানা যায়, ভুক্তভোগী ওই নারী জেলার সারিয়াকান্দি উপজেলার। তিনি বর্তমানে উপজেলার গাড়ীদহ ইউনিয়নের মহিপুর পিসি ভাটা এলাকাস্থ রাব্বী মিয়ার মিল-চাতালে শ্রমিক হিসেবে কাজ করেন। একপর্যায়ে স্থানীয় যুবক শরীফ তাঁর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তুলেন। সেইসঙ্গে তাকে বিয়ের প্রলোভনও দেন।
১০সেপ্টেম্বর ভোররাতে মিল-চাতালে যাওয়ার সময় লম্পট যুবক শরীফ কৌশলে ওই নারীকে শ্রমিকদের বিশ্রাম কক্ষে নিয়ে তাঁকে ধর্ষণ করেন।
থানা হাজতে আটক শরিফ উদ্দিনের বক্তব্য জানতে চাইলে ওই ঘটনার জন্য নিজের দোষ স্বীকার করেন এবং কৃতকর্মের জন্য ভুল স্বীকার করেন তিনি।
শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রতমান খন্দকার বলেন, এ ঘটনায় থানায় ধর্ষণের মামলা নেয়া হয়েছে। পাশাপাশি মামলায় অভিযুক্ত শরীফ উদ্দিনকেও গ্রেপ্তার করে বগুড়ায় আদালতে পাঠানো হয়। ধর্ষণের শিকার ওই নারীর ডাক্তারি পরীক্ষার জন্য বগুড়ায় শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।
এসএ