প্রধান খবরশাজাহানপুর উপজেলা
বগুড়ায় রাস্তা পারাপারের সময় বাসচাপায় পথচারী নিহত
বগুড়ার শাজাহানপুরে বাসের চাপায় আবদুল বাকী (৬২) নামের এক ব্যক্তি মৃত্যু হয়েছে।
নিহত আবদুল বাকী শাজাহানপুর উপজেলার আমরুল ইউনিয়নের রাধানগর গ্রামের বাসিন্দা।
সোমবার দুপুরে ঢাকা-বগুড়া মহাসড়কে শাজাহানপুর উপজেলার নয়মাইল এলাকায় দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, আব্দুল বাকী নয় মাইল বাজারে মহাসড়ক পার হচ্ছিলেন। এ সময় বগুড়াগামী একটি বাস তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার।
হাইওয়ে পুলিশ শেরপুর ক্যাম্পের ইনচার্জ পুলিশ পরিদর্শক বানিউল আনাম বলেন, বাসটি আটক করা হয়েছে। মরদেহ পুলিশ হেফাজতে রয়েছে।
এসএ