শিক্ষা প্রতিষ্ঠান
রিকশায় উঠে মুখ ঢেকে পালালেন ইডেন কলেজের বহিষ্কৃত নেত্রীরা
ইডেন কলেজে ছাত্রলীগের কমিটি নিয়ে শুরু হয়েছে তুমুল হইচই। বিভিন্ন বিতর্কের কারণে রবিবার (২৫ সেপ্টেম্বর) মাঝরাতে কমিটি স্থগিত ঘোষণার পাশাপাশি ১৬ জন নেত্রীকে আজীবন বহিষ্কার করেছে কেন্দ্রীয় ছাত্রলীগ।
এই বহিষ্কার আদেশ প্রত্যাহার না করলে আমরণ অনশনে যাওয়ার ঘোষণা দেন ইডেন কলেজ ছাত্রলীগের বহিষ্কৃত নেতাকর্মীরা।
সোমবার (২৬ সেপ্টেম্বর) সকালে ইডেন কলেজে অনশনে বসার ঘোষণা দিলেও দুপুরে অনশন বাতিলের ঘোষণা দিয়েছেন ইডেনের বহিষ্কৃত নেত্রীরা।
দুপুর ২টার দিকে তারা অনশন বাতিলের ঘোষণা দেন তারা। শুধু বাতিলই করেননি, রিকশায় উঠে মুখ ঢেকে পালিয়ে যান তারা।
এর আগে, দুপুর ১২টার দিকে ইডেন মহিলা কলেজে এক সংবাদ সম্মেলনে অনশনের ঘোষণা দিয়ে তারা আওয়ামী লীগের ধানমন্ডি কার্যালয়ে আসেন অনশনে বসার জন্য। কিন্তু সেখানে দেড় ঘণ্টা অবস্থানের পরেই তারা অনশন বাতিলের ঘোষণা দিলেন।