বিনোদন

আলিয়া গোটা বিছানা জুড়ে শুয়ে থাকে, আমার ঘুম হয় না: রণবীর

জনপ্রিয় বলিউড অভিনেতা রণবীর কাপুর। সম্প্রতি মুক্তি পাওয়া তার ‘ব্রহ্মাস্ত্র’ সিনেমাটি বক্স অফিসে ভালো ব্যবসা করেছে। এছাড়া কয়েকদিন পরেই বাবা হতে চলেছেন তিনি।

এক সাক্ষাৎকারে এই কষ্টের কথা নিজেই জানিয়েছেন রণবীর। আর এর পেছনে দায়ি করেছেন স্ত্রী আলিয়া ভাটকে।

রণবীর বলেন, ‘আলিয়া গোটা বিছানা জুড়ে শুয়ে থাকে। আর আমি এক কোণায় পড়ে থাকি। সারারাত আলিয়া বিছানায় ঘুরতে থাকে! বেশিরভাগ রাতেই আমার একেবারে ঘুম হয় না।’

এদিকে এই অভিযোগ মেনেও নিয়েছেন আলিয়া।

আলিয়া বলেন, ‘রণবীরের সবচেয়ে ভালো দিক হলো, সে খুব ঠান্ডা স্বাভাবের। খুব ভালো শ্রোতা। মন দিয়ে সবার কথা শোনে।’

রণবীর-আলিয়া অভিনীত সর্বশেষ মুক্তি পাওয়া সিনেমা ‘ব্রহ্মাস্ত্র’। এই সিনেমায় প্রথমবার জুটি বেঁধেছেন তারা। গত ৯ সেপ্টেম্বর মুক্তি পেয়েছে এটি। মোট তিনটি অংশে মুক্তি দেওয়া হবে ‘ব্রহ্মাস্ত্র’। প্রথমটির নাম ‘ব্রহ্মাস্ত্র পার্ট ওয়ান- শিবা’।

এই বিভাগের অন্য খবর

Back to top button