শিক্ষা প্রতিষ্ঠান

ইডেন কলেজে ছুটি এবং হল বন্ধ ঘোষণা

আগামী ৩০ সেপ্টেম্বর থেকে ৮ অক্টোবর পর্যন্ত ইডেন কলেজে ছুটি ঘোষণা করা হয়েছে। সেইসঙ্গে হলও বন্ধ থাকবে। ৩০ সেপ্টেম্বরের মধ্যে আবাসিক ছাত্রীদের হল খালি করার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ।

আগামী ১ অক্টোবর থেকে দূর্গা পূজা, ঈদে মিলাদুন্নবী, লক্ষ্মী পূজা ও প্রবারণা পূর্ণিমার ছুটি শুরু হয়ে ১০ অক্টোবর পর্যন্ত চলবে। এদিকে, ছাত্রীরা বলছে প্রতি বছর পূজার ছুটিতে ক্যাম্পাস বন্ধ হলেও এবারই হল বন্ধ রাখা হচ্ছে।


সোমবার (২৬ সেপ্টেম্বর) রাতে হল কর্তৃপক্ষ মাইকিং করে আবাসিক ছাত্রীদের ৩০ সেপ্টেম্বরের মধ্যে হল ছাড়ার নির্দেশ দেয়।

এই বিভাগের অন্য খবর

Back to top button