দুর্ঘটনাপ্রধান খবরসারাদেশ
করোতোয়ায় নৌকাডুবি: নিহত বেড়ে ৫৪
পঞ্চগড়ের করোতোয়া নদীতে নৌকাডুবির ঘটনায় মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) ভোরে দেবীগঞ্জ থেকে আরও ২ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এর আগে মাঝরাতে আউলিয়া ঘাট থেকে উদ্ধার হয় আরও ২ জনের মরদেহ। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়ালো ৫৪ জনে।
দুর্ঘটনায় এখনও নিখোঁজ রয়েছেন অনেকে।
এ পর্যন্ত উদ্ধার হওয়াদের মধ্যে ১৪ জন পুরুষ, ২৫ জন নারী ও ১৩ জন শিশু। তারা পঞ্চগড় সদর, বোদা, দেবীগঞ্জ, আটওয়ারী ও ঠাঁকুরগাঁও সদরের বাসিন্দা।
প্রসঙ্গত, ২৫ সেপ্টেম্বর দুপুরে মাড়েয়া বামনহাট ইউনিয়নের আউলিয়া ঘাটের করতোয়া নদীতে যাত্রীবাহী একটি নৌকা নিয়ন্ত্রণ হারিয়ে ডুবে যায়। এ ঘটনায় বেশ কয়েকজন নিখোঁজ রয়েছেন। তাদের সন্ধানে এখনও তৎপরতা চলছে।